ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ঢাকা সড়কের নুরপুর এলাকা রবিবার বিকালে তিন মাদক কারবারিকে আটক করেছে দোহার থানা পুলিশের এসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই নান্টু কৃঞ্চ মজুমদার, এএসআই নিত্যনন্দ রায়, মোঃআলীমুজ্জামান সহ পুলিশের একটি দল। তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুমিল্লার ব্রাক্ষনপাড়া গঙ্গানগর এলাকার মৃত ইউনুস ওরফে মানিক মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৫), ব্রাক্ষনবাড়িয়া কসবা উপজেলার নোয়াগাঁও এলাকার মোঃ টুনু মিয়ার ছেলে মোঃ শিপন(৩০) ও একই উপজেলার ফুলতলি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ রোমান (৩৮)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাদক কারবারিদের ধরতে রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নূরপুর এলাকার ক্রাউন সিমেন্টের ডিলার পয়েন্টের সামনে আগে থেকে ওৎ পেতে থাকে পুলিশ। এসময় মাদক কারবারিরা বিশেষ ৫টি প্যাকেটের মধ্যে চার কেজি করে মোট ২০ কেজি গাজা নিয়ে স্থানীয় এক অটোবাইকে চড়ে ঘটনাস্থলে আসে। পরে সেই মাল সহ তাদের তিনজনকে আটক করে পুলিশ। তাদের সবার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।
তারা সবাই জাতীয়ভাবে মাদক কারবারির সাথে জড়িত।
দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন