1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’ এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস এর আয়োজন করেন।

নানা আয়োজনের পাশাপাশি বেলা ১১ টায় র‌্যালি ও পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সকল পর্যায়ে উন্নত সেবার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত ভূইয়া, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার, ইউপি চেয়ারম্যান সাফিল উদ্দিন, ইব্রাহিম খলিল, মনিরুজ্জামান তুহিন, নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইউসুফ হারুন টিপু, উপজেলা কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুলুসহ প্রমূখ।

উল্লেখ যে এসময় নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, সারা দেশে খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গ ৯২৪ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ