করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী দুই উপজেলার মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য চাল, আটা, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ ও দুই ধরণের সাবান।
সেনাবাহিনীর মেজর রাশাদ বিন কালাম বলেন, আমরা মানুষকে ঘরে রাখতে সামাজিক সচেতনতার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। ঘরে খাবার থাকলে মানুষ ঘর থেকে কম বের হবে। তিনি বলেন, এ সংকট নিরসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। করোনার এ দুর্যোগ যতদিন থাকবে বাংলাদেশ সেনাবাহিনী ততদিন অসহায়দের মানুষের পাশে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন মেজর রাশাদ।
Leave a Reply
You must be logged in to post a comment.