1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সালমান এফ রহমান’কে শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৯০ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সব চেযে বড় উৎসব দূর্গোৎসব উপলক্ষ্যে উপজেলার টিকরপুর পূজা মন্ডপ পরিদর্শন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। শনিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তারা।

প্রধান অথিথির সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।

প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি মানিক মন্ডল, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, নবাবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ছাত্রঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিমন দাস প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ