শিক্ষাবিদ স্বর্গীয় নিপেন্দ্র চন্দ্র দত্তের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে বিনামূলে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা করানো হয়েছে।
সোমবার (২২ মে) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত দত্ত বাড়ির আঙিনায় শিশু ও নারী পুরুষ সহ প্রায় দুইশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। চিকিৎসা দেন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ। আয়োজন করেন নিপু টেডার্স এর স্বত্ত¡াধিকারী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল খামারী অনুপম দত্ত নিপু।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত ও নার্সগণ।
Leave a Reply
You must be logged in to post a comment.