ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের মোলাশীকান্দা গ্রামের ‘মোলাশীকান্দা বাইতুন নূর জামে মসজিদ’ এর উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে জমি দানের মাধ্যমে মসজিদ নিমার্ণে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মুকুল বস্ত্রালয়ের কর্ণধার. মুকুল সিদ্ধা। পরবর্তীতে মুকুল সিদ্ধার উৎসাহ উদ্দীপনায় এলাকাবাসীর যৌথ উদ্যোগে নির্মিত হয় প্রত্যাশিত মসজিদটি। এলাকাবাসীর সহযোগিতার পাশাপাশি নয়ানগর গ্রামের প্রবাসী আ. মোতালেব একসেট মাইক দিয়ে সহযোগিতা করেন মসজিদ কমিটিকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বান্দুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হিজবুল্লাহ জানান, তার চাচা আ. মোতালেব নিজের সামথ্য অনুযায়ী মসজিদ কমিটির পাশে দাড়িয়েছে। এভাবে আল্লাহ ঘর নির্মাণের সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি তার চাচা ও পরিবারের জন্য দোয়া কামনা করেন। আগামীতেও যেন জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করতে পারেন সেই সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ায় মসজিদ কমিটির সভাপতি ও জমি দাতা মুকুল সিদ্ধাসহ এলাকাবাসী ধন্যবাদ জানান ইউপি সদস্য হিজবুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মো. মুকুল সিদ্ধা, ইমাম ক্বারী মো. ইউসুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply
You must be logged in to post a comment.