1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে মামা ভাগ্নের বিরুদ্ধে মানববন্ধন

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৫০৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামসহ বিভিন্ন এলাকায় মামা ভাগ্নের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও প্রতারনা সহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের ফটকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে কয়েক শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী অংশনেয়।

এসময় মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী সম্রাট হোসেন ও তার মামা মিঠু মোল্লার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এই মামা ভাগ্নে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। যদি কেউ তাকে চাঁদা না দেয় তাকে মারপিট সহ প্রাণ নাশের হুমকি দেয়।

ভুক্তভোগী হিরো বলেন, সম্রাট ও মিঠু দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে চাঁদা নিচ্ছেন। পরবর্তীতে বেশী অংকের টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার মৎস খামার ভাংচুর সহ আমাকে বিভিন্ন ভাবে ফাঁসানোর হুমকি দেন। বর্তমানে তাদের কর্মকান্ডে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও উপজেলা প্রশাসনের কাছে আশ্রয় চেয়ে মানববন্ধন করতে বাধ্য হয়েছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ