‘হাতটি বাড়াই মানবতার পথে’ এমন প্রত্যয় নিয়ে ২০১৪ সালে ঢাকার নবাবগঞ্জে গঠিত হয় ছিন্নমুকুল ফাউন্ডেশন। প্রতিবছরের ন্যায় এবারও ছিন্নমুকুল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার যন্ত্রাইল, নয়নশ্রী ও বান্দুরা ইউনিয়নের ৫০টি হতদরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন সংগঠনের সদস্যরা। এছাড়া ২ জন অসুস্থ রোগীকে দেওয়া হয় আর্থিক সহায়তা।
জানা যায়, প্রতিষ্ঠালঘ্ন থেকে সংগঠনটি অসহায় ও দুস্থদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে৷ সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অর্থের মাধ্যমে পরিচালিত সংগঠনটি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ইফতার সামগ্রী সহ যেকোন আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করে থাকে কিন্ত কোন সুবিধাভোগীর ছবি প্রচার করেন না। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.