ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মঙ্গলবার সকালে আগানগর ইস্পাহানি নদীধারা আবাসিক এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে কাউসার খাঁন নামের এক ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।
নিহত কাউসার ফরিদপুরের নগরকান্দা থানার কাউয়াখোলা গ্রামের মৃত হোসেন খাঁনের ছেলে। সে ইস্পাহানি এলাকায় চৌধুরী ভিলায় কেয়ারটেকারের কাজ করতো।
নিহতের ছেলে জানায়, এর আগেও বাবা এখানে কেয়ারটেকারের কাজ করতো। পরে গ্রামের বাড়িতে গিয়ে দোকান দেয়। সেখানে সুবিধা করতে না পেরে আবার ঢাকায় এসে কেয়ারটেকারের কাজে যোগ দেয়। হঠাৎ এভাবে তাকে কে বা কারা কি জন্য হত্যা করলো কিছুই জানি না, তবে আমি আমার বাবার হত্যাকান্ডের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করছি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদুর রহমান জানায়, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং ক্রাইম সিন ইউনিটকে খবর দেই। ক্রাইম সিন ইউনিট বিভিন্ন তথ্য আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোন সময় শ্বাসরোধ তাকে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply
You must be logged in to post a comment.