ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত নাজমুল উপজেলার কলাকোপা ইউনিয়নেরর পশ্চিম সমসাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কাশিমপুর কবরস্থান সংলগ্ন চা বাড়ি রেস্টুরেন্টের সামনে দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলো নাজমুল। এ সময় নবাবগঞ্জের দিক থেকে আসা লাল রংয়ের একটি মিনি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে মাঝিরকান্দার দিকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
স্বজনরা তাকে ঢাকায় নেয়ার পথে আনুমানিক রাত ১২টার দিকে বাবু বাজার ব্রীজে সে মারা যায়।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন