ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ নির্বাচন কমিশনের (ইসি) আবেদন খারিজ করে এ আদেশ দেন।
পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন। বহাল রাখেন হাইকোর্টের আদেশ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন নাজমুল হুদা।
আদালতে ব্যারিস্টার নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক। ইসির পক্ষে ছিলেন মোহাম্মদ ইয়াছিন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ইসির আইনজীবী।
Leave a Reply
You must be logged in to post a comment.