করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ঢাকার দোহারে বন্ধ করে দেয়া হয়ছে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল। একইসাথে বন্ধ করে দেয়া মৈনট ও নারিশা ট্রলার ঘাট দিয়ে যাত্রী পারাপার। রবিবার বিকেল থেকে এগুলো বন্ধ করে দেয়া হয়।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ভাইরাসের সংক্রমন ঠেকাতে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে মৈনট ও নারিশা ঘাট দিয়ে যাত্রী পারাপার সহ সকল কার্যক্রম। আমরা সব সিদ্ধান্তই নিচ্ছি জনগনের কথা বিবেচনা করে। সবার সম্মিলিত প্রয়াসা আর এ পরিস্থিতি মোকাবেলা করতে চাই।
মন্তব্য করুন