করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ঢাকার দোহার উপজেলার বাজারগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানে সহযোগিতা করছেন দোহার থানা পুলিশ।
ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম যাতে না বাড়াতে পারেন সে লক্ষেই এমন অভিযান বলে জানান, দোহার উপজেলার নির্বাহী দুই ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
শুক্রবার সকাল থেকে দোহারের জয়পাড়া ও মেঘুলা সহ বিভিন্ন বাজার পরিদর্শনে যান এই দুই কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেঘুলা বাজারে অবস্থান করছেন তাঁরা।
মন্তব্য করুন