রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কোকেনসহ কোকেন পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
কেরানীগঞ্জ র্যাব-১০ এর অধিনায়ক
(পরিচালক) ও উপ-মহাপরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- মোঃ শফিজ উদ্দিন ওরফে শফিজ (৫২) ও মোঃ সাহাবুদ্দিন (৫৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা কোকেন পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে কোকেন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। রোববার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর পশ্চিম মোমিনবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে কোকেন পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে আনুমানিক ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৭১.৯০ গ্রাম কোকেনসহ আটক করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Leave a Reply
You must be logged in to post a comment.