ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকের প্রার্থী আরিফ হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন বান্দুরা এলাকায় আরিফ হাসানের নিজ বাসভবনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইনুল ইসলাম মোল্লা।
এসময় অ্যাডভোকেট মোবারক হোসেন পুলক শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলমগীর হোসেন বিলু, মো.জসিম, হেলাল উদ্দিন হেলাল সহ আরো অনেকে।
ক্লাবের নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই পুরাতন বান্দুরা গ্রাম জুড়ে চলছে উৎসবের আমেজ। প্রার্থীরা ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণায় পিছিয়ে নেই সভাপতি প্রার্থী আরিফ হাসান। সমর্থকদের নিয়ে তিনি রাত দিন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফেসবুকেও প্রচারণায় সরব রয়েছে তার সমর্থকেরা।
আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হলে ক্লাবের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিবেন বলে অঙ্গিকার করেন আরিফ হাসান। এসময় তিনি এলাকার সকলের সহযোগি কামনা করেন।
মন্তব্য করুন