ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী শুভকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করা হয়।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া নিজ বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রী সেলিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, নিহতের স্বামী গলায় ওড়না পেঁচিয়ে সেলিনাকে শ্বাসরোধে হত্যা করেছে।
এলাকাবাসী জানিয়েছেন, অভিযুক্ত স্বামী একটি ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। সে স্ত্রী ও সন্তান নিয়ে পারগেন্ডারিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ করেন তার স্বজনরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মন্তব্য করুন