1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

বিনা পয়সার ট্রাফিক মুজার পাশে ঢাকা জেলা পুলিশ

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৭২৩ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা চৌরঙ্গীতে প্রায় ৩৫ বছর ধরে বিনা পয়সায় ট্রাফিক সেবা দিচ্ছেন মোজাফফর মুজা। কখনো রোদ কখনো বৃষ্টি উপেক্ষা করে ঠাই দাড়িয়ে যানজট নিরাসন করেন যিনি। সম্প্রতি অসুস্থ হওয়ায় অভাব অনটনে দিনযাপন করছিলেন পরিবার সহ।

মোজাফফর মুজা ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে রবিবার পরিবারটি পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার। পুলিশ সুপার মো: আসাদুজ্জামান এর পক্ষে দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহজালাল এক মাসের চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, সেমাই ও ঈদ উপলক্ষে নতুন কাপড় মোজাফ্ফর মুজা ও তার পরিবারের কাছে পৌছে দেন।

দোহার সার্কেলের এএসপি মো: আশরাফুল আলম বলেন, আগলা চৌকিঘাটার বাসিন্দা মোঃ মোজাফ্ফর জন্ম থেকেই কথা বলতে পারেন না। মানসিকভাবেও বিকশিত নন। তার স্ত্রীও এক চোখে দেখেন না। দুই ছেলে, দুই মেয়ে যার মধ্যে এক ছেলে ও এক মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। শত প্রতিবন্ধকতাতেও মোজাফফর আগলা মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় কমিউনিটি পুলিশিং এর অংশ হিসেবে দায়িত্ব পালন করেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাতেই ছেলে মেয়েদের নিয়ে কোনমতে সংসার চালান। মোজাফফর ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান স্যার তাদের জন্য ১ মাসের বাজার ও ঈদ উপলক্ষে নতুন কাপড় উপহার দিয়েছেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর