1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ইটভাটাকে জরিমানা, ম্যানেজারকে কারাদন্ড

সিনিয়র প্রতিবদেক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইটের ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়রাজপাড়া চকে ইব্রাহিমপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ ব্রিকস (বিবিসি) কে জরিমানা ও ম্যানেজারকে সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আইন লংঘন করে বাংলাদেশ ব্রিকস (বিবিসি) ইটভাটায় ইট তৈরী করে আসছিলো। আইন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা-৫ ‘আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করিতে পারিবেন না’ লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতে মামলা দিয়ে বাংলাদেশ ব্রিকস (বিবিসি) কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজার মো. সাদেকুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, কৃষি জমি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর