1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

এক দল আরেক দলকে ক্ষমতা থেকে টেনে হিঁচরে নামাতে চায়: জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে।

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, এ দেশে বড় দুটি রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ উদ্বারের জন্য দেশে নানা সংকট তৈরি করে। এক দল আরেক দলকে ক্ষমতা থেকে টেনে হিঁচরে নামাতে চায়। মঙ্গলবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ আসনের জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যখন তাদের অস্তিত্ব সংকট হয়ে দাঁড়ায় তখন তারা একজন আরেকজনকে ধ্বংস করে দিতে চায়। এটা বাংলাদেশের রাজনীতির জন্য বড় বিপদ।

জেলা দক্ষিণ জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি শরিফুল ইসলাম সাইফী, মো: দেলোয়ার হোসেন, মোঃ আব্দুর রশিদ হাওলাদার, মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী, বিপ্লব বনিক, জেলা দক্ষিণ ছাত্রফ্রন্টের সভাপতি শেখ মোঃ ওমর ফারুক, দোহার উপজেলা জাকের পার্টির সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক মুজিবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা জাকের পর্টির সভাপতি মোহর মোল্লা, সাধারন সম্পাদক মোঃ কদম আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ আরো অনেকে।

পরে কাউন্সিলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাউন্সিলরদের অংশগ্রহনে ভোট অনষ্ঠিত হয়। সেখানে সবোর্”চ ১৬৩ ভোটে জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান খান প্রাথমিক ভাবে ঢাকা-১ আসন থেকে প্রার্থী নির্বাচিত হন। তবে পরবর্তিতে জাকের পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের পরে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করা হবে বলে জানা যায়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর