1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

উজান ’বই আলোচনা প্রতিযোগিতা’: সেরা আলোচক পাবেন ২০ হাজার টাকা

প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

বই আলোচনা প্রতিযোগিতার আয়োজন করেছে উজান প্রকাশন। প্রতিযোগিতার সেরা আলোচক পুরস্কার হিসেবে পাবেন ২০ হাজার টাকা।
উজান প্রকাশনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় দুটি বইয়ের আলোচনা আহ্বান করা হয়েছে।

‘কোরিয়ার কবিতা’ ও ‘কোরিয়ার গল্প’ বই নিয়ে হবে এই আলোচনা। আলোচনাগুলো বাছাই করবেন দেশের উল্লেখযোগ্য কবি, সাহিত্যিক ও অনুবাদকদের সমন্বয়ে গঠিত বিচারক কমিটি।

আলোচনায় সর্বোচ্চ পুরস্কার হিসেবে থাকছে ২০ হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার ও তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা। প্রতিযোগিতায় নির্বাচিত সর্বোচ্চ ১০ আলোচকের প্রত্যেককে দেওয়া হবে ৫ হাজার টাকা মূল্যমানের বই।

‘কোরিয়ার কবিতা’ ও ‘কোরিয়ার গল্প’ নিয়ে হবে আলোচনা। একজন একটি বই নিয়ে আলোচনা করতে পারবেন। আলোচনা বাংলা ভাষায় লিখিত বা ভিডিও মাধ্যমে হতে হবে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আলোচনা জমা দিতে হবে ujanprakashan@gmail.com ঠিকানায়।

বিস্তারিত জানতে এবং বই সংগ্রহ করতে পারবেন:
ওয়েবসাইট:www.ujaninfo.com, ফেসবুক এ্যাকাউন্ট:www.facebook.com/UjanPrakashan, ফেসবুক পেজ: https://www.facebook.com/UjanBooks

উজান সমন্বয়ক সুলতাম আহমদে জানান, আলোচনা প্রতিযোগিতা শেষ হওয়ার পর দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। নয়তো বিকল্প ব্যবস্থা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ