ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। সেমাবার (১১ মে) নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নবাবগঞ্জ উপজেলায় সোমাবার নতুন করে আক্রান্ত দুইজন বক্সনগর ইউনিয়নের বাসিন্দা। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ে ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া সহ বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন