ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ অটোরিকশা (ইজিবাইক) চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবু হোসেন লিটন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মঙ্গলবার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মো. মাজহারুল ইসলাম (২০) ঐ এলাকার মো. মিজানের ছেলে। ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালিয়ে জীবধারণ করতো সে।
নিহতের বোন ইতি আক্তার জানান, এ মাসের ৬ তারিখে (শনিবার) বিকাল থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনে একাধিকবার ফোন করে কোনো সাড়া না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।
পরে রোববার (৭ জুলাই) আমার ভাইয়ের ব্যবহৃত ফোন নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে। এরপর আমার পরিবারের পক্ষ থেকে ওই দিনই ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নম্বর ৩৪৪।
র্যাব-১০ এর মহাপরিদর্শক মাহ্ফুজুর রহমান জানান, ওই অটোরিকশা চালক নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে আমরা তদন্তে শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব রসুলপুর আসরাফাদ কামরঙ্গীচর থেকে সোমবার রাত ৮টায় বাবু হোসেন লিটনকে গ্রেপ্তার করি। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যমতে থানা পুলিশের সহায়তায় নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার একটি বাগানের ঝোপ থেকে সোমবার রাতে নিখোঁজ ওই অটোরিকশা চালকের গলাকাটা লাশ ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম হত্যাকান্ডের বিষয়ে বলেন, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন