স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়াতে “ আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” শ্লোগানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সাথে নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
শনিবার দুপুর আড়াইটায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবাবগঞ্জ পালট গাল্স হাই স্কুল এন্ড কলেজের প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে পূনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক অজিত কুমার রায়, মো. আবুল হাসান, ভজন চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় কির্তুনীয়া, তানভীর শেখ, আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক আবু কায়ছার তালুকদার, আশিষ চন্দ্র দে, মো. শহিদুর রহমান, পপি রানী সাহা ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য করুন