ভারতে রাসূল (সা.)এবং উম্মুল মুমিনীন আয়েশা রা.-এর শানে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকালে নারিশা পশ্চিমচর সর্বস্তরের যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃষ্টি উপেক্ষা করে এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ভারতের সকল পণ্য বর্জনের আহবান জানান।
মন্তব্য করুন