ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইমাম, পুরোহিত, সংবাদকর্মী ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়ে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। বাস্তবায়নে ঢাকা সিভিল সার্জন অফিস ও আয়োজনে লাইফষ্টাইল হেলথ্ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
প্রশিক্ষণ প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম ও জুনিয়র কনসালটেন্ট ডা. ইফতেখার হোসাইন।
এ সময় ডা. শহীদুল ইসলাম বলেন, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, কালাজ্বর, ডেঙ্গু, ও ফাইলেরিয়া রোগ একটি সংক্রামক রোগ। মশা মাছি থেকে এ রোগের উৎপত্তি হয়। এ রোগ এক জন থেকে অন্য জনে ছড়ায় ছোঁয়াচে রোগ। সাধারণত বৃষ্টি মৌসমে এসব রোগ দেখা দেয়। কাজেই এসব রোগ থেকে বাঁচতে হলে পরিবেশকে সুন্দর ও পরিস্কার রাখতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। ডা. ইফতেখার হোসাইন বলেন, এখন বৃষ্টির মৌসম বাড়ির ভিতর নারকেলের খোসা, টায়ার, টিউব, ফুলের টবে পানি জমতে দেয়া যাবে না। পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্মায়। ফলে ঘরে ভিতর মশা মাছি ঢোকে কামড়ে এ রোগ সৃষ্টি করে। গোয়াল ঘর ও পশু পাখির বাস জায়গায় মশা মাছি বেশী থাকে। এসব থেকে বাঁচার উপায় একটাই সকলের সচেতন থাকা এবং সব সময় স্প্রে করা এবং লার্ভা ধ্বংসে জীবানুনাশক ব্যবহার করা।
বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ঢাকা বিভাগের চিকিৎসক শাহনাজ পারভীন।
মন্তব্য করুন