ঢাকার কেরানীগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর উপ-মহা-পরিদর্শক মাহ্ফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার স্বর্ণকুঞ্জ আবাসিক এলাকা থেকে ওই দুই যুবককে আজ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- কামাল হোসাইন (৩৮) ও মোঃ টিপু (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায়
একটি অভিযান পরিচালনা করে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ৫টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে।
মাদক আইনে মামলা দিয়ে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা করা হয়েছে।
মন্তব্য করুন