ঢাকার নবাবগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় দলের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলা শাখার (পূর্ব) সভাপতি কবির হোসেন শিকদার।
আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলা শাখার(পূর্ব) যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী ইব্রাহিম খলিল, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা বাহলুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মাওলানা রেজাইল করিম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুফতী মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মারুফ বিল্লাহ ও মাওলানা আব্দুল জব্বার।
শেষে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলা শাখার(পূর্ব) যুগ্মসাধারণ সম্পাদক মুফতী ইব্রাহিম খলিল।
মন্তব্য করুন