ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর এলাকার সড়কের পাশে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও সি আই ডি ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহতের পরনে ছিল কালো রং এর জিন্স প্যান্ট ও কালো রং এর সার্ট। আনুমানিক বয়স হবে ৩৫ থেকে ৪০ বছর।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহতের বুকের বাম দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে। ধারনা করা হচ্ছে মরদেহটি ৭/৮ দিন আগের, প্রায় অর্ধগলিত। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন