ঢাকার নবাবগঞ্জে বাহ্রা ইউনিয়নের বলমন্তচর স্পোটিং ক্লাবের উদ্যোগে ১১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর থেকে রাত ১২টা পর্যন্ত ক্লাবের মাঠে এ মাহফিল সম্পন্ন করা হয়।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাসিরে কোরআন ও ঢাকা লালবাগ শাইখূল হাদিস জামিয়া শরীফিয়া মাদ্রাসা মুফতি আরিফ বিন হাবিব।
এ ছাড়াও তাশরীফ আনেন ফরিদপুর ফারুকীয়া মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী, বড় বলমন্তচর বড় সমাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহমুদুল হাসানসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।
মাহফিল আয়োজক কমিটির সদস্যরা হলেন মো.শামসুল আলম খান,তাবির হোসেন খান পাভেল, মো. আবুল কালাম আজাদ,আশ্রাফ আলী ভুলু, মো. ওবায়দুল হোসেন সেন্টু, রায়হান আলী লিটন, মো. জুলহাস মোল্লা, কাজী আরিফ বিপুল,এনামুল হক সেন্টু,মো. আসলাম, নুর মোহাম্মদ, মতি মোল্লা, এমএ মজিদ, কামরুজ্জামান, মো. আলিয়ার রহমানসহ আরো অনেকে।
মন্তব্য করুন