ঢাকার নবাবগঞ্জে সনাতন ধর্মীয় আচার শিবরাত্রি উপলক্ষে অষ্টকালীন লীলা কীর্তন ও মহোৎসবের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) যন্ত্রাইল ইউনিয়নের নলগোড়া, চরখলসী, বড় নবগ্রাম ও সাপলেজা গ্রামবাসীর উদ্যোগে নলগোড়া মাহশ্মশান শিব মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইরিশ এন্টারপ্রাইজ লিমিটেডের কর্ণধার প্রদীপ কুমার সাহা। উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরেআলম, বিটিভি ও বাংলাদেশ বেতারের নিয়মিত গীতা পাঠক হরিদাস মজুমদার, মন্দির কমিটির সভাপতি অবিনাশ বৈদ্য, সাধারণ সম্পাদক সনজিত বৈদ্য সঞ্জয় প্রমুখ।
এর আগে আরও উপস্থিত ছিলেন যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা কোভিড সৎকার কমিটির সভাপতি অনুপম দত্ত নিপু প্রমুখ।
মন্তব্য করুন