দোহার উপজেলার কার্তিকপুর সংলগ্ন এলাকায় দোহার মৈনট থেকে ঢাকা যমুনা ডিলাক্স পরিবহনের চলাচলকারী একটি বাসের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দোহারের মৈনটঘাট থেকে যমুনা ডিলাক্সের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার সময় কার্তিকপুর ইউনিয়ন পরিষদের সামনে থাকা একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে পরে একজন গুরুতর আহত হয়। এ ঘটনার পরে বাসটি পালিয়ে যায়। ঘটনা জানার পর চরমাহমুদ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িটি বেপরোয়া ছিল।
মন্তব্য করুন