শনিবার সনাতন ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতন শাস্ত্রমতে, মাঘ মাসের পঞ্চম তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। তাই বিদ্যার দেবীকে শেষ মুহূর্তে পরিচর্চা করে রং তুলির আঁচড়ে সুন্দর রূপ দিতে দিনরাত পরিশ্রম করছেন ঢাকার দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন প্রতিমা তৈরীর মৃৎ শিল্পীরা।
এই পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রতিমা শিল্পী নন্দ দুলাল পাল বলেন, প্রতি বছরের মত এইবারও ষাটটি প্রতিমা তৈরী করেছি। আজকে সকাল থেকে রংয়ের আঁচড়ে ফুটিয়ে তুলবো দেবীকে এরপর শাড়ি ও অলংকার পরিধান করিয়ে পূর্ণরূপ ফুটিয়ে তুলবো। প্রতিটি প্রতিমা সর্বনিম্ন একহাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়।
মন্তব্য করুন