1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

নবাবগঞ্জে মাছে রং মিশিয়ে বিক্রির অপরাধে আড়তদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৭০১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিং মাছে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করার অপরাধে লিটন রাজবংশী নামে এক আড়তদারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুণ কৃষ্ণ পাল।

সোমবার ভোরে উপজেলার বান্দুরায় মাছের আড়তে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা ও নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শিং মাছে কাপড়ের ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অভিযোগে লিটন রাজবংশীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার অর্থদন্ড প্রদাণ করা হয় বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা বলেন, আমাদের কাছে অভিযোগ ছিলো বান্দুরায় অবস্থিত মাছের আড়তে ক্ষতিকর রং মিশিয়ে প্রতারণার মাধ্যমে মাছ বিক্রি করা হচ্ছিল। ঘটনাস্থলে সত্যতা পেয়ে অভিযানের মাধ্যমে আড়তদার লিটন রাজবংশীকে আটক করা হয়। এ ধরণের অপরাধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ