ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক বিধবা নারীর বসত ঘর। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আলগীচর উত্তর হাটি সামসছুন নাহার (৪৫) এর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
বাড়ির মালিক দাবি করেন একটি টিনসেট ঘর ও ঘরের ভিতরে আসবাবপত্র সহ প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত ৩ টার দিকে সামসুন নাহারের ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এসময় আশপাশের বাড়ির লোক জন ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে দোহার ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দোহার ফায়ার সার্ভিসের কমান্ডার আব্দুর রশিদ সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষনিক আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।
স্থানীয়রা জানায়, ফ্রিজের লাইনের বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ বিধবা সামছুন নাহার জানান, ঘটনার আগের দিন তিনি বাবার বাড়িতে গিয়ে ছিলেন। দেড় বছর আগে তার স্বামী সেলিম খান মারা যান।এরপর থেকে তার একমাত্র ছেলে মিশেল (১২) কে নিয়ে কোন রকম সংসার চলে তার। স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেলো আর কিছুই রইলো না।
Leave a Reply
You must be logged in to post a comment.