টেকনাফ থানার সাবরাং কাঁটাবুনিয়া কালা মেম্বারের চর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানায় কোস্ট গার্ড।
প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায় , গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঁটাবুনিয়া কালা মেম্বারের চর সাগরপার সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সন্দেহজনক মনে হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি জানতে পেরে কাঠের নৌকা থেকে সাদা রংয়ের একটি প্লাাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে, বস্তাটি তল্লাশী করে ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.