পেটের ভেতরে ইয়াবা বহন করার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর উপ-মহাপরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) মাহফুজুর রহমান শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ কাজী কামরুল (২৩), শেখ হৃদয় (২৩), ওমর ফারুক (২২) ও মোঃ হাবিবুর রহমান (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী জেলা সমূহ হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য এই প্রাণঘাতী কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল।
গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পেটের ভেতরে (প্লাষ্টিকের টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১৮০টি ক্যাপসুল আকারে) আনুমানিক ২৫ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৪৫০টি ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.