1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

৯৯৯-এ ফোন, কাপ্তাই লেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার

প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

রাঙ্গামাটির কাপ্তাই লেকে ঘুরতে এসে আটকে পড়া ৭ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তাদেরকে উদ্ধার করা হয়।

শুক্রবার নৌ পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকা থেকে আশরাফুল আলম খাঁন (৬৫) তার পরিবার নিয়ে রাঙ্গামাটি ঘুরতে আসে। রাঙ্গামাটির কাপ্তাই লেগে ভ্রমন শেষে কর্টেজে ফেরার পথে লেকের বিস্তীর্ণ এলাকা জুড়ে জমাট বাধা কচুরিপানার মধ্যে তাদের টুরিস্ট বোটটি আটকে যায়। চালক প্রাণপন চেষ্টা করেও জমাট বাধা কচুরিপানা থেকে বোটটিকে ছাড়াতে পারছিল না। সেই সাথে বোটের জ্বালানিও শেষ হয়ে আসে। সন্ধ্যা নেমে আসায় তাদের মধ্যে অজানা শঙ্কা তৈরি হয়। এসময় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সাহায্য চান। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ সুপার চট্টগ্রাম অঞ্চলের নির্দেশে রাঙ্গামাটি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফোর্সসহ দ্রত ঘটনাস্থলে যান এবং আতঙ্কগ্রস্থ পরিবারটি উদ্ধার করেন।

এসময় আশরাফুল আলম খাঁন এবং তার পরিবার বিপদে সাহায্য করার জন্য নৌ পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ