ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। শনিবার দুপুরে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিদর্শন করেন খুরশেদ আলম।
এসময় মহাপরিচালক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলামসহ অন্যদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষ, ওয়ার্ড বাহিরের ও ভিতরে পরিবেশ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল সভাকক্ষে বক্তব্য রাখেন। এ সময় তিনি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতার অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুরশেদ আলম। সেখানেও মহাপরিচালক দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন ও অন্যদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষ এবং ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল সভা কক্ষে বক্তব্য রাখেন।
মহাপরিচালকের সফরসঙ্গী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডাইরেক্টর এইচআইএস এন্ড ই-হেলথ অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. বেলাল হোসেন, ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইলাম শেখ।
এর আগে সকালে তিনি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.