মুন্সিগঞ্জের টংগীবাড়ীর পূর্ব আলদীতে অভিযান চালিয়ে গাঁজাসহ শান্ত হাওলাদার (১৮) ও রোজান হাওলাদার (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২২ আগস্ট) রাতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত শান্ত হাওলাদার পূর্ব আলদী গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে এবং রোহান হাওলাদার একই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে।
সোমবার (২৩ আগস্ট) র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টংগীবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন