ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের সাপলেজায় ফ্রি করোনার টিকা নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সাপলেজা কিশোর সংঘের উদ্যোগে সাপলেজা লক্ষী মন্দির প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একদিনের এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন সাপলেজা কিশোর সংঘের সভাপতি ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভরঞ্জন বেপারী এবং কিশোর সংঘের সহ-সভাপতি ও কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন সাপলেজা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুনীল কুমার সরকার, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত বেপারী, কিশোর সংঘের সাংগঠনিক সম্পাদক নয়ন বিশ^াস, প্রচার সম্পাদক শ্রাবন বেপারী, সদস্য সুব্রত সরকার, কার্ত্তিক বাড়ৈসহ অন্যান্য সদস্যরা।
মন্তব্য করুন