1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

৫দিনে দোহার ও নবাবগঞ্জে ২৬২ জনকে জরিমানা ও একজনকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৮৫৮ বার দেখা হয়েছে

সরকারের নির্দেশনা অমান্য করায় কঠোর লকডাউনের প্রথম ৫দিনে দোহার ও নবাবগঞ্জে ২৬২ জনকে জরিমানা ও একজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, দোহারে লকডাউনের প্রথমদিনে (১লা জুলাই) ৯ জনকে, দ্বিতীয়দিনে ১৫ জনকে, তৃতীয়দিনে ৩০ জনকে, চতুর্থদিনে ২৪ জনকে এবং পঞ্চমদিনে ১৫ জনকে জরিমানা করা হয়। ৫দিনে মোট ৯৩ জনকে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এছাড়া নবাবগঞ্জে প্রথমদিনে ২৬ জনকে, দ্বিতীয়দিনে ৪৪ জনকে, ৩ৃতীয়দিনে ৫৭ জনকে, চতুর্থদিনে ২৬ জনকে এবং পঞ্চমদিনে ১৬ জনকে জরিমানা এবং দ্বিতীয়দিনে একজনকে ৭ দিনে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ৫দিনে নবাবগঞ্জে মোট ১৬৯ জনকে জরিমানা ও ১ জনকে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল।

ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যরা।

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনেও দুই উপজেলায় অভিযান চলমান রয়েছে বলে জানা যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ