করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধি-নিষেধ পালনে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বাত্মাক লকডাউনের পঞ্চম দিনেও বিধি-নিষেধ অমান্য করায় ঢাকার নবাবগঞ্জে ১৬ জনকে ২ হাজার নয়শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে উপজেলার মাঝিরকান্দা, সাদাপুর সিংজোড়সহ বিভিন্ন স্থানে সরকারের বিধি-নিষেধ না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ আরোপের সময়সীমা ৭ জুলাই মধ্য রাত হতে ১৪ জুলাই রাত ১২ ঘটিকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে এ অভিযান আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন এবং নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসন, দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
Leave a Reply
You must be logged in to post a comment.