1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

লকডাউনের তৃতীয়দিন: নবাবগঞ্জে জরিমানা দিলেন ৫৭ জন

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬২৯ বার দেখা হয়েছে

কঠোর লকডাউনের তৃতীয়দিনে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে ঢাকার নবাবগঞ্জের জরিমানা গুনতে হলো ৫৭ জনকে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজু এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন।

করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার জন্য শনিবার সারাদিনই উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখসহ থানা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় উপজেলার বাগমারা বাজার, নবাবগঞ্জ চৌরাস্তা, সাদাপুর বাজার, বান্দুরা বাজার, বারুয়াখালী বাজার, শোল্লা বাজার, আওনা বাজার, মেলেং বাজার, কাটাখালী বাজার, চন্দ্রখোলা বাজার এবং পাড়াগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫৬টি মামলায় ৫৭ জনকে ৩৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ