ঢাকার দোহারে করোনায় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধাসহ দুইজন মারা গেছে।
করোনায় আক্রান্ত হয়ে মারা যান উপজেলার খালপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়া। পরে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
একই দিন করোনায় দোহারের নূরুল্লাপুর পাক দরবার শরীফের গদিনশীন ফকির শাহ্ মনিরুল ইসলাম চিশতি’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শুক্রবার নুরুল্লাহপুরের নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বলে জানায় পরিবার।
মন্তব্য করুন