করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ঢাকার নবাবগঞ্জে ২৮ জনকে ১৯ হাজার ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর বাগমারা ও নবাবগঞ্জ বাজারে দোকানপাট খোলা রাখার অপরাধে ব্যবসায়ীদের এবং হেলমেট ও মাস্ক ছাড়া মোটরসাইকেল চালানো ও স্বাস্থ্যবিধি অমান্য করায় পথচারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল।
অভিযান শেষে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, সরকারি কঠোর বিধি-নিষেধ ও লকডাউন অমান্য করে সড়কে অযথা ঘোরাফেরা ও মাস্ক ছাড়া মোটরসাইকেল চালানো সহ স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট পরিচালনা করার দায়ে ২৮ জনকে জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.