1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি অমান্য: দোহারে আরও ১৬ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১১৬২ বার দেখা হয়েছে

করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ঢাকার দোহারে আরও ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত দুইদিনে একই অপরাধে ৬৯ জনকে অর্থদন্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সহ পুলিশ সদস্যরা। দুপুরে উপজেলার মুকসুদপুর, নারিশা, মেঘুলা ও থানার মোড় সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনাকালে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ১৬ জনকে জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত এক সপ্তাহে দোহারে করোনা সংক্রমণের হার ৪০ শতাংশের উপরে। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পড়তে হবে। এ অভিযান চলবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ