1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত খামারিকে ক্ষতিপূরণ প্রদান

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৭৪৯ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ্ সার্ভিস জোরদারকরণ প্রকল্প” এর আওতায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গরুর বাছুরের মৃত্যুতে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর হাত দিয়ে এক খামারিকে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করা হয়।

উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের কিরঞ্চি গ্রামের খামারি মোন্নাফ বেপারীর ৬ মাস বয়সী গরুর বাছুর কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগে বাছুরের মৃত্যুতে ৪০ হাজার টাকা ও নিরাপদে মাটিতে পূতে ফেলার জন্য আরও দুই হাজার তিনশত টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন বলেন, এ উপজেলায় কুকুরের কামড়ে কোনো খামারির গরু ছাগল ক্ষতিগ্রস্থ হয়। তা হলে যেন আমাদের দপ্তরে জানানো হয়। আমরা ক্ষতিগ্রস্ত ব্যাক্তিকে সরকারি ভাবে সহায়তা প্রদান করবো।

উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ্ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ