স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার বিকেলে ক্লাবের সভা কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
দেওয়ান মাহবুবুর রহমান বাদল এর আগে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে তিনি পুরোনো কর্মস্থল নবাবগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। পরে তিনি বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) অরুন কৃষ্ণ পাল, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্লব ঘোষ, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন বুলু, এশিয়ান টিভির প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, আমাদের সময় প্রতিনিধি নাজমুল হোসেন, আজকের পত্রিকার প্রতিনিধি এসকে উল্লাস, খোলা কাগজ প্রতিনিধি ফজলুর রহমান।
Leave a Reply
You must be logged in to post a comment.