দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা, সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্থায় জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান। সেই সাথে অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার আহবান জানান। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা।
এ সময় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাজী সালাউদ্দিন মিয়া, সাংবাদিক শফিক চৌধুরী, ইকবাল হোসেন রতন, আবু জাফর, হাজি মোস্তফা কামাল, ইউসুফ আলী বক্তব্য রাখেন।
মন্তব্য করুন