ঢাকার দোহারে শীতার্ত মানুষের মাঝে চাদর বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির ঢাকা জেলা ইউনিটের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ঢাকা জেলা ইউনিটের চেয়ারম্যান মাহবুবুর রহমান উপস্থিত থেকে দরিদ্র মানুষের মাঝে চাদর বিতরণ করেণ। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, শেখ সাহাবুদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন, মোস্তফা মোল্লা, জিয়াউর রহমান পলাশ, জাওয়ার হোসেন ও কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিনসহ আরো অনেকে।
মন্তব্য করুন